পরীমনি কাজে ফেরার বিষয়ে যা বললেন..

বিনোদন

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

ছেলের জন্মদিনের অনুষ্ঠানে পরীমনি। ছবি : সংগৃহীত

ছেলে রাজ্যর জন্মদিন ছিল গতকাল বৃহস্পতিবার। যা নিয়ে বেশ কিছুদিন ধরেই ব্যস্ত সময় পার করছে আলোচিত চিত্রনায়িকা পরীমনি। ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ছেলের জন্মদিনের আয়োজন করেছিলেন পরী।

জানা গেছে ছেলের জন্মদিনের এতো সব আয়োজন নিজেই সেরেছেন এই নায়িকা। আমন্ত্রণপত্র ডিজাইন করেছেন নিজেই। পরী বলেন, এবার একা একা অনেক কিছুই করেছি। আমি তো অবাক হয়েছি, অনেক কিছুই পারি। কার্ড ডিজাইন করে নিজেই অবাক হয়েছি।’

এ ছাড়াও জন্মদিনের এই অনুষ্ঠানে নানা বিষয়ে কথা বলেন পরী। আবার অভিনয়ে ফেরার বিষয়ে তিনি বলেন, আগে ফিটফাট হয়ে নিই। এর পর কাজে নামব। মা হওয়ার পর মুটিয়ে গেছি। এখন আমার ওজন ৫৬ কেজি। ৫২ কেজিতে ফিরতে চাই। একসময় আমার ওজন ৫২–৫৩ কেজিই ছিল।

পরী আরও বলেন, কাজ তো করতেই হবে। কলকাতা-বাংলাদেশ মিলেই করব। বেশ কয়েক জায়গায় কথা হয়েছে।

এদিকে ছেলের জন্মদিনের অনুষ্ঠানে অনেক তারকাকে দেখা গেলেও দেখা মেলেনি বাবা শরিফুল রাজকে। জানা গেছে আগের দিন রাতে ছেলেকে দেখতে পরীর বাসায় গিয়েছিলেন রাজ। তবে ছেলে রাজ্যর দেখা পেলেও স্ত্রী পরীমনির দেখা পাননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *