বাবার মোটরসাইকেল থেকে পড়ে মেয়ের মৃত্যু

ঘটণা- দুর্ঘটনা মফস্বল

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

বাগরহাটের শরণখোলায় বাবার মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ের মৃত্যু হয়েছে।

রোববার সকালে উপজেলার খুড়িয়াখালী গ্রামে থেকে স্কুলে যাবার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাবাসসুম আক্তার অধরা (১৪) উপজেলার খুড়িয়াখালী গ্রামের আব্বাস গাজীর মেয়ে ও সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান আসাদ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বাবার সাথে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলো অধরা। পথে দ্রুতগতির একটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে অধরা মাথায় প্রচণ্ড আঘাত পায়। গুরুতর অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল পাঁচটার দিকে তার মৃত্যু হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, ঘটনার বিষয়ে তিনি পুরোপুরি অবগত নন। এ বিষয়ে খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

(সূত্র: ’৭১ টিভি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *