সুবর্ণবাঙলা প্রতিনিধি
দুর্ঘটনা কবলিত বাস ও ডানে সেই লাল প্রাইভেট কার।
আজ শুক্রবার বিকেল ৪টার দিকে সাভার থানা স্ট্যান্ড এবং গেন্ডার মাঝামাঝি স্থানে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় পড়েছিল কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স বাস। প্রত্যক্ষ্ দর্শির বর্ণনায় জানা যায় ঘটনা স্থলের রোড ক্রসিং দিয়ে একটি প্রাইভেট কার (ছবির লাল কারটি) রাস্তা ক্রস করার সময় ঢাকাভিমুখী বাসটি দ্রুত গতিতে উক্ত রোড ক্রসিং পাড় হওয়ার সময় বাসের চালক সংঘর্ষ এড়াতে গেলে গাড়িটি রোড ডিভাইডারের উপর উঠে য্য়। এবং বিকট শব্দে তেলের টাংকিটি ফেটে যায়। তবে, এঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শেষ খবর পাওয়া পযর্ন্ত জানা গেছে, সাভার হাইওয়ে পুলিশ গাড়িটি উদ্ধারে কাজ করছে।