নবমবারের মতো শীর্ষে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর

পরিবহণ-পর্যটন ও যোগাযোগ

সুবর্বাঙলা অনলাইন ডেস্ক

করোনার কারণে থমকে দাঁড়িয়েছিল বিশ্বের প্রতিটি বিমানবন্দরের কর্মতৎপরতা। ২০২০ ও ২০২১ সালের সেই ভয়াবহতা কমতে শুরু করেছে ২০২২ সালে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ফিরে আসে বিমানবন্দরগুলোর প্রাণচঞ্চলতাও। গত বছর অর্থাৎ ২০২২ সালে কোন বিমানবন্দর দিয়ে সবচেয়ে বেশি মানুষ যাতায়াত করেছে সেই তালিকা দিয়েছে এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল (এসিআই)।
সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বে সবচেয়ে বেশি ব্যস্ত ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। শুধু ২০২২ সাল নয়, এ বিমানবন্দরটি টানা ৯ বছর ব্যস্ততম বিমানবন্দরগুলোর শীর্ষে অবস্থান করছে। গত আট বছরের মতো এবারও এই ধারা অব্যাহত রাখল বিমানবন্দরটি। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে দুবাই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছে ছয় কোটি ৬০ লাখ ৬৯ হাজার ৯৮১ জন মানুষ, যা ২০২১ সালের তুলনায় ১২৭ শতাংশ বেশি। এ ছাড়া বছরের শেষ চার মাসে বিমানবন্দরটি দিয়ে যে পরিমাণ যাত্রী যাতায়াত করেছে, সেটি মহামারির আগে যে পরিমাণ যাত্রী যাতায়াত করত তার সমান ছিল।
আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচলের সংখ্যা ও যাতায়াত বাড়তে থাকায় ধারণা করা হচ্ছে, ২০২৩ সালে সাত কোটি ৮০ লাখ মানুষ দুবাই বিমানবন্দর ব্যবহার করবে।
দুবাই বিমানবন্দরের প্রধান নির্বাহী পল গ্রিফিথস জানিয়েছেন, আবারও বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরের তালিকার শীর্ষে অবস্থান করায় তাঁরা বেশ রোমাঞ্চিত। তিনি আরো জানিয়েছেন, তাঁদের লক্ষ্য সামনেও এ অবস্থান ধরে রাখা। সূত্র : খালিজ টাইমস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *