প্রেস বিজ্ঞপ্তি
আগস্ট পুরানা পল্টনস্থ ইশরাত টাওয়ারে নারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল ৪টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী নেত্রী আরমা দত্ত এমপি। সংগঠনের সভাপতি লুৎফুন নেসা খান এমপি’র সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিমা হক, সাংগঠনিক সম্পাদক সাহানা ফেরদৌসী লাকী, প্রচার সম্পাদক জাহেদা আক্তার প্রমুখ। সভায় বক্তারা বলেন, চিন্তামনন ও কর্মে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ ও তা বাস্তবায়ন করতে পারলেই তার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা সম্ভব। বঙ্গবন্ধুর গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক জাতীয় শোক দিবসের অঙ্গিকার।