সুবর্ণবাঙলা প্রতিবেদক
বরগুনার পাথরঘাটা উপজেলার ১নং রায়হানপুর ইউনিয়নের একটি পুকুরে জাল টানতে গিয়ে ধরা পড়ল ৯৫টি জ্যান্ত ইলিশ মাছ।
রায়হানপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সিদাম মিয়ার বাড়ির পুকুরে এই জ্যান্ত ইলিশ পাওয়ার এমন খবর মুহূর্তে ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।
গত মঙ্গলবার পাথরঘাটার রায়হানপুর এলাকার সিদাম মিয়ার পুকুরে থাকা বড় বড় বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা শুরু করলে বিভিন্ন মাছের সঙ্গে জালে উঠতে থাকে একের পর এক ইলিশ মাছ। সব মিলিয়ে ৯৫টি জ্যান্ত ইলিশ ধরা পড়ে।
এলাকাবাসী জানান, এই দীঘিতে প্রতি বছরই মাছ ধরা হয়। এই পুকুরে অন্যান্য মাছের সঙ্গে ইলিশ মাছ পাওয়ায় সবাই উৎফুল্ল।
বৃদ্ধ আলম চৌধুরী জানান, পুকুরে ইলিশ পেয়ে আমাদের অনেক ভালো লেগেছে। যারা মাছ ধরেছে আমরা তাদেরকে অর্ধেক ইলিশ মাছ দিয়েছি এবং অবশিষ্ট মাছগুলো আমাদের বংশের সবার মাঝে সমান ভাগ করে নিয়েছি।
এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, জোয়ারের পানির সঙ্গে নালা দিয়ে পুকুরে ইলিশ আসতে পারে। পুকুরের পানি যদি লোনা হয় এবং নদীর মতো খাবার পায় তাহলে ইলিশ বাঁচানো সম্ভব বলে জানান তিনি।