সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
ইতিহাসের সাক্ষী হতে গোটা ভারত আজ তাকিয়ে আছে চাঁদের দিকে। দেশটির বহুল আকাঙ্ক্ষিত চন্দ্রাভিযান আজ সফল হওয়ার দ্বারপ্রান্তে। আজ (বুধবার) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪০ এর দিকে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে চন্দ্রযান-৩। অবতরণটি সরাসরি সম্প্রচার করা হবে ভারতীয় মিডিয়ায়।
এনডিটিভির প্রতিবেদনে সবলা হয়েছে, চন্দ্রযান-৩ অবতরণের দৃশ্য সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হবে। এ সময় দেশের সব স্কুল খোলা রাখা হবে। উৎসুক জনতা বিভিন্ন পার্টির আয়োজন রেখেছে এই শুভক্ষণ উদযাপন করার জন্য। ব্রিকস সম্মেলনের জন্য দক্ষিণ আফ্রিকায় থাকায় অনলাইনে মহাকাশযানটির অবতরণ দৃশ্য দেখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রোববার অবতরণের সময় চাঁদের পৃষ্ঠে বিধ্বস্ত হওয়া রাশিয়ার লুনা-২৫-এর ব্যর্থতার কারণে ভারতের অভিযানের উত্তেজনা বেশ বেড়েছে। কেননা চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে এখনো কোনো দেশ মিশন সম্পন্ন করতে পারেনি।
এর আগে ২০১৯ সালে চন্দ্রযান-২ মিশন পাঠিয়েছিল ভারত তবে তা ব্যর্থ হয়। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো বলেছে, কোনো সমস্যা ছাড়াই যানটি সফলভাবে অবতরণ করবে। চন্দ্রযান-২ এর মিশনের ব্যর্থতা থেকে তারা শিক্ষা নিয়ে নতুনভাবে এই চন্দ্রযান-৩ পাঠিয়েছে।
বাংলাদেশ সময় ৫টা ৫০ মিনিটে ইসরোর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ডিডি ন্যাশনালের মাধ্যমে অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। ধারণা অনুযায়ী ৬ টা ৩৪ মিনিটের দিকে যানটি চাঁদে অবতরণ করবে।
চাঁদের দক্ষিণ মেরুতে পানির উপস্থিতি থাকার বিষয় দাবি করেছেন বিজ্ঞানীরা। নাসার তরফেও এ সংক্রান্ত ম্যাপ প্রকাশ করা হয়েছিল। তবে কোনো দেশ সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করতে পারেনি। ভারতের অভিযান সফল হলে তারাই হবে ইতিহাসের প্রথম দেশ যারা দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করবে।
রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পরে ভারত হবে চতুর্থ দেশ যারা চাঁদে রোভার অবতরণ করবে।
চাঁদের মিশনের পরে আরও কিছু মিশনের পরিকল্পনা করে রেখেছে ইসরো। তার মধ্যে সূর্য গবেষণার অধ্যয়নের মিশন এবং একটি মানব মহাকাশ ফ্লাইট প্রোগ্রাম রয়েছে।