ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার যাদের হাতে

আন্তর্জাতিক বিনোদন

২৮ ভাষার ২৮০টি ছবির মধ্যে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই

সুবর্ণবাঙলা বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় তথ্য-সম্প্রচারক মন্ত্রণালয়। এ বছরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার লড়াইয়ে বলিউডের শক্ত প্রতিদ্বন্দ্বি ছিলো দক্ষিণ ভারতের সিনেমা!

তবে সব জল্পনা-কল্পনা ছাপিয়ে শেষ হাসি হাসলেন আর মাধবন। কারণ তার পরিচালিত ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ সবাইকে মাড়িয়ে সেরা ছবির পুরস্কার জিতে নিলো।

সব মিলিয়ে ২৮ ভাষার ২৮০টি ছবির মধ্যে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। চলতি বার সেরা বাংলা ছবির পুরস্কার উঠল ‘কালকক্ষ’-এর হাতে। সেরা হিন্দি ছবি নির্বাচিত হয়েছে সুজিত সরকারের ‘সর্দার উধম’।

এ ছাড়া সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন ‘পুষ্পা’র জন্য আল্লু অর্জুন, সেরা নায়িকার পুরস্কার যাচ্ছে যৌথভাবে আলিয়া এবং কৃতি স্যাননের হাতে। ‘গাঙ্গুবাই কাঠিওয়াড়ি’ এবং ‘মিমি’র জন্য এই পুরস্কার পাচ্ছেন তারা।

এক নজরে দেখে নিন সেরাদের তালিকা-

সেরা ছবি- রকেট্রি দ্য নাম্বি এফেক্ট (আর মাধবন)
সেরা পরিচালক- নিখিল মহাজন (গুদাভারি)
সেরা অভিনেতা- আল্লু অর্জুন (পুষ্পা)
সেরা অভিনেত্রী- আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি) এবং কৃতি শ্যানন (মিমি)

সেরা হিন্দি ছবি- সর্দার উধম (সুজিত সরকার)
সেরা বাংলা ছবি- কালকক্ষ (শর্মিষ্ঠা মাইতি-রাজদীপ পাল)

সেরা সহ অভিনেত্রী- পল্লবী যোশী (দ্য কাশ্মীর ফাইলস)
সেরা সহ অভিনতা- পঙ্কজ ত্রিপাঠি (মিমি)

সেরা গায়িকা- শ্রেয়া ঘোষাল (মায়াভা ছায়াভা, ইরাভিন নিজাল)
সেরা গায়ক- কাল ভৈরব (কোমুরাম ভীমুডু, আরআরআর)
সেরা সংগীত পরিচালক- দেবী শ্রী প্রসাদ (পুষ্পা)

সেরা পপুলার ফিল্ম- আরআরআর (এসএস রাজামৌলি)

জাতীয় সংহতি রক্ষায় সেরা ছবি- দ্য কাশ্মীর ফাইলস (বিবেক অগ্নিহোত্রী)
সেরা এডিটর- সঞ্জয় লীলা বনশালি (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *