জাতীয় পার্টিতে কোনো বিরোধ নেই: লিয়াকত হোসেন

রাজনীতি

সুবর্ণবাঙলা প্রতিবেদন


লিয়াকত হোসেন খোকা। ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এবং জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা বলেছেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির নেতৃত্বে জাতীয় পার্টি এখনো সারা দেশে ঐক্যবদ্ধ আছে।

বেগম রওশন এরশাদ প্রয়াত পল্লীবন্ধু এরশাদের সহধর্মিণী তাকে আমরা মায়ের মতো শ্রদ্ধা করি। কিছুসংখ্যক দলছুট নেতা বেগম রওশন এরশাদ এমপি এবং জিএম কাদের এমপির মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পাঁয়তারা শুরু করেছেন।

তাদের শক্ত হাতে দমন করতে হবে। জাতীয় পার্টি এক এবং অভিন্ন। জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই। আপনারা গুজবে কান দেবেন না ।

বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অনুষ্ঠিত বারদী, সাদীপুর, নোয়াগাঁও, জামপুর ও সনমান্দি ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময়সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান বাবু, জাতীয় পার্টির নেতা হাজি জাবেদ রায়হান, লায়ন তোফাজ্জল হোসেন, সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আমিন হোসেন মেম্বার, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি চনু, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হাসেম, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেন, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোতালিব ভূঁইয়া, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সহসভাপতি মনির মেম্বার, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাসুদ মোল্লা মেম্বার, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান সবুর, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজি মোবারক হোসেন, শ্যামল সিকদার, বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির সরকার, সনমান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব হারুন অর রশিদ মেম্বার, নুরে আলম শাহিন মেম্বার, আলী জাহান মেম্বার, জাতীয় যুবসংহতির সোনারগাঁও উপজেলা সদস্য সচিব সিকান্দার আলী, সানাউল্লাহ মেম্বার,

মিলন মেম্বার, নাসির উদ্দীন মেম্বার, আলী আকবর মেম্বার, রফিকুল ইসলাম মেম্বার, তাইজুল ইসলাম মেম্বার, মাইনুদ্দিন মেম্বার, রিয়াজ ফকির মেম্বার, সাকিব হাসান মেম্বার, জহিরুল ইসলাম মেম্বার, মনির মেম্বার, আবুল কালম মেম্বার, ফারুক মানান মেম্বার, সাইফুল ইসলাম মেম্বার, শহিদ বাদশা মেম্বার, ফজলুল হক মেম্বার, শিল্পী মেম্বার, মহিলা পার্টির নেত্রী মিসেস নাসরিন আক্তার পান্না, আবুল কাসেম মেম্বার, দেলোয়ার হোসেন মেম্বার, আমীর আলী মেম্বার, সানোয়ারা বেগম মেম্বার, জাহাঙ্গীর আলম মেম্বার, আনোয়ার হোসেন আনু, আবু তাহের ফকির, শাহীন মোল্লা, আনিসুজ্জামান আনিস, রমজান আলী, আ. আউয়াল মেম্বার, মতিউর রহমান মতি মেম্বার প্রমূখ।

মতবিনিময়সভায় এমপি লিয়াকত হোসেন খোকা আরও বলেন, জাতীয় পার্টির নেতৃবৃন্দ সারা দেশে পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করছে। আজকে সোনারগাঁও উপজেলায় প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠন অনেক সুশৃঙ্খল ও শক্তিশালী হয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি সোনারগাঁওয়ে শক্তিশালী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। নারায়ণগঞ্জ থেকে মেসি, ম্যারাডোনারা সোনারগাঁওয়ে এসে বড় বড় বক্তৃতা দেয়। লাঙলের বিরুদ্ধে কথা বলে। তাদের আমি চিনি। তাদের বিরুদ্ধে সময়মতো জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *