নারীর পাকস্থলিতে ১৯০০ পিস ইয়াবা মিলল নোয়াখালীতে

আইন আদালত

সুবর্ণবাঙলা ডেস্ক

নারীর পায়ুপথ থেকে জব্দ করা ইয়াবা এবং আটকদের থেকে জব্দ করা মোবাইল ফোন

কক্সবাজার থেকে আসা সাবেকুন নাহার (৫১) নামে এক নারীকে আটকের পর তার পাকস্থলি থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা জব্দ করেছে নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার ছেলে সৈয়দ হোসেন (২১) ও মাদক ব্যবসায়ী মো. রকিকে (৩২) আটক করা হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে মাইজদীর মা ও শিশু হাসপাতালের একটি কেবিন থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। এর আগে বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে ফেনীর লালপোল থেকে মা-ছেলেকে এবং কুমিল্লা থেকে রকিকে আটক করে মাদকদ্রব্যের কর্মকর্তারা।

আটক সাবেকুন নাহার কক্সবাজারের রামু থানার খুনিয়া পালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দোয়া পালং পশ্চিম পাড়া গ্রামের মৃত রহিম উল্লাহর স্ত্রী, সৈয়দ হোসেন তার ছেলে এবং মো. রকি কুমিল্লা সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের অশকতলা গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ শুক্রবার সন্ধ্যায় নারীর পাকস্থলি থেকে ইয়াবা জব্দসহ আটকের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে মা সাবেকুন নাহার ও তার ছেলে সৈয়দ হোসেনকে কক্সবাজার থেকে নোয়াখালী আসার পথে ফেনীর লালপুরে একটি পরিবহন থেকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে কুমিল্লায় অবস্থানকারী মাদক কারবারি মো. রকিকে আটক করা হয়।

আবদুল হামিদ আরও জানান, ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা ওই নারীর পাকস্থলিতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে হাসপাতালে ভর্তি করে এক্স-রে করে নিশ্চিত হয়ে ওষুধের মাধ্যমে ৩৮ প্যাকেটে ১ হাজার ৯০০ ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় সুধারাম মডেল থানায় তিনজনের বিরুদ্ধে একটি মাদক মামলা করা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *