ফিলিস্তিনিদের অধিকার ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি অসম্ভব

আন্তর্জাতিক

সুবর্ণবাঙলা ডেস্ক


.

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনিদের বৈধ অধিকারের পূর্ণ বাস্তবায়ন ছাড়া মধ্যপ্রাচ্যে কোনো শান্তি অর্জিত হবে না। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন। খবর আলজাজিরা/বিবিসির।

মাহমুদ আব্বাস বলেছেন, যারা মনে করেন ফিলিস্তিনি জনগণ তাদের পূর্ণ ও বৈধ জাতীয় অধিকার উপভোগ ছাড়াই মধ্যপ্রাচ্যে শান্তি বিরাজ করতে পারে তারা ভুল করবেন।

জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ এবং বিশ্বের দেশগুলোকে ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদাকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে জাতিসংঘের প্রতি একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনের আবেদন জানান মাহমুদ আব্বাস। মধ্যপ্রাচ্য শান্তি অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট সব দেশের অংশগ্রহণে এই সম্মেলন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, জাতিসংঘ সম্মেলনের আয়োজন করলে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে পৌঁছানো যাবে। ভবিষ্যতে পরিস্থিতির যেন আরও অবনতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমার বার্তা হলো তাদের উচিত পূর্ণ সাহসিকতার সঙ্গে দায়িত্ব গ্রহণ এবং ফিলিস্তিনের অধিকার আদায় সংশ্লিষ্ট প্রস্তাবগুলো বাস্তবায়ন করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *