বাংলাদেশের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা এক শতাংশ!

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক


বাংলাদেশ ক্রিকেট দল

বৃহস্পতিবার ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। এরই মাঝে বিবিসি নিউজের ক্রীড়া বিভাগ ‘ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কুইজ’-এ পাঠকদের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়েছে।এবার কে জিতবে বিশ্বকাপ?

উত্তরদাতারা সবচেয়ে বেশি ৪৪ শতাংশ ভোট দিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পক্ষে। দ্বিতীয় স্থানে রয়েছে এবারের আয়োজক দেশ ভারত। তাদের পক্ষে ভোট পড়েছে ৩৮ শতাংশ।

উত্তরদাতাদের মতে, বাকি দেশগুলোর মধ্যে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা মাত্র ছয় শতাংশ রয়েছে পাকিস্তানের। এমনকি, পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার শিরোপা জয়ের সম্ভাবনা দেখানো হয়েছে মাত্র চার শতাংশ।

গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা ভোট পেয়েছে দুই শতাংশ করে।

বিশ্বকাপ জয়ের সম্ভাবনা মাত্র এক শতাংশ রয়েছে এমন চার দেশের মধ্যে অন্যতম বাংলাদেশ। বাকি তিন দেশ হলো আফগানিস্তান, শ্রীলংকা ও নেদারল্যান্ডস।

৫ অক্টোবর বিশ্বকাপ শুরুর দিন পর্যন্ত বিসিবির পাঠকরা ভোট দিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *