পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দিল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। টাইগার যুবাদের কাছে স্রেফ উড়ে গেল পাকিস্তান। এশিয়ান গেমসের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জপদক জিতল বাংলাদেশ।
শনিবার চীনের হাংজুতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ ওভারে এক উইকেট হারিয়ে ৪৮ রান পাকিস্তান।
জয়ের জন্য বাংলাদেশকে ৫ ওভারে টার্গেট দেওয়া হয় ৬৫ রান। শেষ বলে বাউন্ডারি মেরে দলের জয় নিশ্চিত করেন রকিবুল ইসলাম।
এশিয়ান গেমসের ফাইনালে মুখোমুখি হবে ভারত-আফগানিস্তান।