অতীত ভুলে নতুন জীবনে পরীমণি, মায়ের পায়ে হাত বুলিয়ে সেবা রাজ্যর!

Uncategorized

সুবর্ণবাঙলা বিনোদন

পরীমণি জীবনযুদ্ধের অকুল পাথারে হাবুডুবু খেতে খেতে অবশেষে যেন তীরের সন্ধান পেলেন বিতর্কিত, জনপ্রিয় নায়িকা এই নায়িকা। এদিন তিনি দু’বছর পরে ফের ক্যামেরার মুখোমুখি। যার থেকে তিনি স্বেচ্ছায় দু’বছর আগে একমাত্র সন্তানের মুখ চেয়ে সরে এসেছিলেন। এদিন নায়িকা শুট শুরু করলেন দেশের অডিয়ো-ভিডিয়ো প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ প্রযোজিত ‘ডোডোর গল্প’ ছবিতে।

টানা দু’বছর পরে ক্যামেরার সামনে। কেমন লাগছে নায়িকার? সংবাদমাধ্যম প্রশ্ন রেখেছিলেন পরীর কাছে। জবাবে পরী বলেন, ‘‘এই দিনটির অপেক্ষাতেই ছিলাম। দু’বছর ধরে সন্তান পালনের পাশাপাশি এই স্বপ্ন লালন করেছি। আর দিন গুনেছি, কবে সুদিন আসবে? অবশেষে সেই দিন এল। ভীষণ ভাল লাগছে। বলতে পারেন দ্বিতীয় ইনিংস। ‘ডোডোর গল্প’ একদম অন্য ধারার ছবি। আশা করি, সবার ভাল লাগবে।’’ তার অভিনীত চরিত্রের নাম ‘কাজল চৌধুরী’। পরীমণির সঙ্গে এদিন দেখা গিয়েছে আহসান হাবিব নাসিম। ফটোগ্রাফার ‘রায়হান’ চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক। তিনিই এই ছবির নায়ক।

শুটের পাশাপাশি রাজ্যর কারণেও পরী খুব সুখী। মাত্র ১৩ মাস বয়সেই মায়ের কষ্ট বুঝতে শিখেছে সে। প্রমাণস্বরূপ ছোট্ট একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা গিয়েছে, সারাদিন পরিশ্রমের পর বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছেন তিনি। একটি পা কোল বালিশের উপরে রাখা। কোলের কাছে ছেলে বসে। সেই অবস্থাতেই একরত্তি মায়ের পায়ে সমানে হাত বুলিয়েছে সে। মন দিয়ে ছোটপর্দায় কার্টুন দেখতে দেখতে। ছেলের এই আদরে স্বাভাবিক ভাবেই গলে জল নায়িকা। তিনি বিবরণীতে লিখেছেন, ‘১৩ মাসের বাচ্চাটা আমার! এখনই মায়ের যতœ করে! সত্যিই আমি ভাগ্যবতী।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *