গুলস্তিান ও মোহাম্মদপুরে বাসে আগুন

জাতীয় রাজনীতি

সুবর্ণবাঙলা প্রতবিদেন

বএিনপি-জামায়াতরে হরতাল চলাকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজদিরের দক্ষণি গেটে শিকড় পরিবহণ নামে একটি বাসে আগুন দিয়ছেে র্দুবৃত্তরা। এ ছাড়া মোহাম্মদপুরে স্বাধীন পরবিহণের একটি বাসে আগুন দিয়েছে র্দুবৃত্তরা। এ ছাড়া গতকাল রাতে রাজধানীর ডেমরায় আছিম পরিবহণরে একটি বাসে দেওয়া আগুনে পুড়ে চালকের সহকারীর মৃত্যু হয়ছে।

রোববার (২৯ অক্টোবর) ভোর ৬টা থেকে শুরু হওয়া হরতাল চলাকালে গুলিস্তানে সকাল সাড়ে ৯টার দিকে শেকড় পরবিহণের একটি বাসে আগুন দেয় র্দুবৃত্তরা। বাসটি মিরপুর থেকে যাত্রাবাড়ীতে যাচ্ছিল। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এখন র্পযন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এরই মধ্যে ফায়ার র্সাভিসের র্কমীরা এসে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। যদওি এর আগেই বাসটির বেশিরভাগ পুড়ে গেছে।

বাসচালক জানান, কে বা কারা বাসে আগুন দিয়েছেন তিনি দেখেননি। বাসে কয়েকজন যাত্রী ছিলেন। আগুন দেখে তারা নেমে পড়েন। চালক বলনে, হঠাৎই দেখি বাসে গন্ধ ছড়াচ্ছে।পেছনে তাকিয়ে দেখি আগুন। বাসে থাকা দুই যাত্রীকে ধাক্কা দিয়ে নামিয়ে দেই। আমওি নেমে পড়ি।

ফায়ার র্সাভিসের সদস্যরা চালকসহ আশপাশের লোকদের সঙ্গে কথা বলছেন। অগ্নিকাণ্ডের কারণ জানার চেষ্টা করছেন।

এদিকে হরতাল শুরুর আগেই ভোরে রাজধানীর মোহাম্মদপুরে স্বাধীন পরবিহণের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টার দিকে তিননজন ব্যক্তি আসে। তাদের মধ্য থেকে একজন পেট্রোল বা দাহ্য পর্দাথ ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা একজনকে আটক করে। র্বতমানে ওই ব্যক্তি মোহাম্মদপুর থানায় রয়েছেন।

গতকাল বিকেলে হরতাল ঘোষণার পর থেকে রাজধানীতে বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানেও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *