সুবর্ণবাঙলা প্রতিবেদন
বএিনপি মহাসচবি মর্জিা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করছেে পুলশি। বষিয়টি যুগান্তরকে নশ্চিতি করছেনে বএিনপি চয়োরপারসনরে প্রসে উইংয়রে সদস্য শায়রুল কবরি খান।
তনিি জানান, মহাসচবিকে তার গুলশান দুইয়রে বাসা থকেে নয়িে যায় ডবিি পুলশি।
এর আগে বাসা থকেে তুলে নতিে উপস্থতি হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহনিীর সদস্যরা।
এদকিে বএিনপি চযে়ারপারসন বগেম খালদো জযি়ার প্রসে উইংয়রে সদস্য শামসুদ্দনি দদিার জানান, রাত থকেে বএিনপরি জাতীয় স্থায়ী কমটিরি সদস্য মর্জিা আব্বাসরে রাজধানীর শাহজাহানপুররে বাসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহনিীর সদস্যরা ঘরিে রখেছে।ে
তনিি বলনে, পুলশি বাড়রি প্রধান গটে ভাঙার চষ্টো করছ। যে কোনো সময় ভতেরে ঢুকে মর্জিা আব্বাসকে তুলে নয়িে যতেে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহনিীর সদস্যরা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, মহাসচিবকে তার গুলশান দুইয়ের বাসা থেকে নিয়ে যায় ডিবি পুলিশ।
এর আগে বাসা থেকে তুলে নিতে উপস্থিত হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, রাত থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে।
তিনি বলেন, পুলিশ বাড়ির প্রধান গেট ভাঙার চেষ্টা করছে। যে কোনো সময় ভেতরে ঢুকে মির্জা আব্বাসকে তুলে নিয়ে যেতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।