ক্যাটরিনা-সালমানের টাইগার থ্রির টিকিট নিয়ে কাড়াকাড়ি

বিনোদন

বিনোদন ডেস্

বলিউডে মুক্তি পাচ্ছে একের পর এক ব্যবসা সফল সিনেমা। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর এবার মুক্তি পাচ্ছে ‘টাইগার ৩’।

দিওয়ালিতেই বক্স অফিসের দখল নিতে আসছেন বলিউডের সুলতান সালমান খান ও ক্যাটরিনা কাইফ। আগামী ১২ নভেম্বর ‘টাইগার ৩’ মুক্তি পাচ্ছে। তবে চলতি সপ্তাহের শেষেই শুরু হচ্ছে অগ্রিম টিকিট বুকিং। এ সিনেমার টিকিটের ব্যাপক চাহিদা রয়েছে। এবার সকাল ৭টাতেও থাকছে শো।

একদিকে কালীপূজা, অন্যদিকে দিওয়ালি। এরই মধ্যে মুক্তি পাচ্ছে সিনেমাটি। টিকিটের চাহিদাও তুঙ্গে। সে কথা মাথায় রেখেই সকাল ৭টার শো রাখা হয়েছে বলে জানা গেছে।

অগ্রিম বুকিং কবে থেকে শুরু হচ্ছে? এ বিষয়ে চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ জানিয়েছেন, মুক্তির ৭ দিন আগে অর্থাৎ ৫ নভেম্বর থেকে টিকিট কাটতে পারবেন দর্শকরা।

প্রসঙ্গত, ‘টাইগার’ ব্রহ্মাণ্ডের সূত্রপাত হয়েছিল ২০১২ সালে। সেই বছর মুক্তি পেয়েছিল ‘এক থা টাইগার’। তার পাঁচ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। এর পর থেকেই ‘টাইগার ৩’র অপেক্ষায় ছিলেন সালমান খানের অনুরাগীরা।

মনীশ শর্মার পরিচালনায় ‘টাইগার ৩’ ছবিতে অভিনয় করেছেন সালমান। ক্যাটরিনা-ইমরান ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আশুতোষ রানা, রেবতী, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা। ছবিতে ‘পাঠান’ শাহরুখ খানকেও দেখা যাবে। শোনা গেছে, শাহরুখ-সালমানের অ্যাকশন দৃশ্যটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *