অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের আলাবামায় এক কিশোরের জন্মদিনের পার্টিতে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একাধিক শিশুসহ অন্তত ছয়জন মারা গেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এছাড়া কমপক্ষে ২০ আহত হয়েছেন। যদিও কর্তৃপক্ষ এখনও হতাহতের সংখ্যা প্রকাশ করেনি।
শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০ টার দিকে ডেডভিলের ই গ্রিন স্ট্রিট এবং ব্রডনাক্স স্ট্রিট এলাকায় এ ঘটনা ঘটে। খবর উইওন নিউজের
প্রতিবেদনে বলা হয়েছে, একজন প্রত্যক্ষদর্শীর তোলা ছবিতে মেঝেতে ছয়জনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। তাদের নাম, পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তাদের বেশিরভাগই তরুণ।