নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় টার্মিনালে রাখা হিরণ এন্টারপ্রাইজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের অংশ পুড়ে যায়।
বুধবার রাত আড়াইটার দিকে উপজেলা শহরের কমলপুর এলাকার বাসটার্মিনালে এ ঘটনা ঘটে।
হিরণ এন্টারপ্রাইজের মালিক হিরণ মিয়ার বড়ভাই রুবেল মিয়া বলেন, বাসটি বুধবার রাতে শহরের বাস টার্মিনালে রাখা ছিল। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে কে বা কারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে পুলিশকে জানালে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভায়।
কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।