‘ইংল্যান্ড সবাইকে খেলা শিখিয়ে নিজেরাই ভুলে গেছে’

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক

‘ইংল্যান্ড সবাইকে খেলা শিখিয়ে নিজেরাই ভুলে গেছে’ক্রিকেটের আবিষ্কারক বলা হয় ব্রিটিশদের। তাদের হাত ধরেই ক্রিকেটে হাতেখড়ি হয় অন্যান্য দেশের; কিন্তু অন্যদের ক্রিকেট শিখিয়ে নিজেরাই খেলা ভুলে গেছে ইংরেজরা।

বিশ্বকাপের গত আসরে প্রথম শিরোপা জয়ের স্বাদ পায় ইংল্যান্ড। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা এবারের আসরে পুরোপুরি ব্যর্থ। ৭ খেলায় ৬টিতে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নিয়েছে ইংল্যান্ড।

শুধু তাই নয়! মাত্র ২ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে সবার নিচে পড়ে আছে ইংল্যান্ড। ব্রিটিশরা যদি অষ্টম দল হিসেবে বিশ্বকাপ শেষ করতে না পারে তাহলে ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে না।

ইংল্যান্ডের এমন অধপতন দেখে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম বলেন, সেমিফাইনালের আগেই বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের বাদ পড়ে যাওয়া দুঃখের ব্যাপার। সব ক্রিকেট বিশ্লেষক ইংল্যান্ডকে বিশ্বকাপের ফেভারিটের তালিকায় রেখেছিল।

ওয়াসিম আকরাম আরও বলেন, গত তিন-চার বছরে ইংল্যান্ড বিশ্বকে শিখিয়েছে, কিভাবে ওয়ানডে ক্রিকেট খেলতে হয়। অথচ তারা নিজেরাই ভুলে গেছে এখন। কারণ তারা ওয়ানডে ক্রিকেটকে গুরুত্ব দেয়নি।

ওয়াসিম আকরাম আরও বলেন, যে গত কয়েক বছরে সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছে, সেই জেসন রয়কে তারা বিশ্বকাপ দলে রাখেনি। অবসর নেওয়া বেন স্টোকসকে জোর করে দলে ফিরিয়েছে। বেন স্টোকস সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার; কিন্তু তার যদি ওয়ানডেতে মনই না থাকে, তাহলে জোর করে কেন নিয়ে আসা হলো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *