মার্কিন গোয়েন্দা প্রতিবেদন: হিজবুল্লাহকে ক্ষেপণাস্ত্র দেবে ভাগনার গ্রুপ

আন্তর্জাতিক

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

গাজা সংঘাতের জেরে লেবাননের হিজবুল্লাহর ওপর হামলা করেছে ইসরায়েল। এবার হিজবুল্লাহকে সমর্থন জানাতে সংগঠনটিকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পাঠাতে যাচ্ছে রাশিয়ার ভাগনার গ্রুপ। মার্কিন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েল-হামাস যুদ্ধকে কেন্দ্র করে লেবানন সীমান্তে বিমান চালায় ইসরায়েল। এই ঘটনার পর ভাগনার গ্রুপ লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহকে অত্যাধুনিক ক্ষেপবাস্ত্র পাঠাতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র গোয়েন্দা সংস্থা বলেছে, ভাগনার বাহিনী হিজবুল্লাহকে এসএ-২২ (প্যান্টসির ১) সিস্টেমের মিসাইল পাঠানোর বিষয়ে আলোচনা করছে। অত্যধুনিক এই ক্ষেপণাস্ত্র বিমান হামলায় পাল্টা আক্রমণে বিশেষ ভুমিকা রাখতে পারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, লেবাননকে ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়ে ভাগনার সদস্যরা হিজবুল্লাহ সদস্যদের সঙ্গে সিরিয়ায় আলোচনায় বসেছে। বিষয়টি পর্যবেক্ষণে রাখছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা।

তবে লেবানন থেকে এই সামরিক অস্ত্র মধ্যপ্রাচ্যে ইসরায়েল-গাজা যুদ্ধের জন্য পাঠানো হবে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর মধ্যেই পূর্ব ভূমধ্যসাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন করা হয়েছে। হিজবুল্লাহকে হামাসের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণে বাধা দিতে এই উপস্থিতি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *