সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতীয় ক্রিকেটার শুভমন গিলকে কখনও বলিউড অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে কফি ডেটে দেখা যায়। আবার কখনও সারা তেন্ডুলকরের সঙ্গে ফটোসাংবাদিকদের ক্যামেরায় বন্দি হন তিনি। দুজনেই তারকা কন্যা। আর দুজনের নামই সারা। একজন বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী। অপরজন মডেল হিসাবে কেরিয়ার শুরু করেছেন। এই পুরো বিষয়টি নিয়েই যেন খুব কনফিউশনেই থাকেন সাইফ কন্যা! তবে এতদিন নিজের প্রাক্তনের প্রেম কাহিনিকে লুকিয়েই রাখতেন তিনি। তবে এবার হাটে হাঁড়ি ভাঙলেন সারা নিজেই।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি করণ জোহরের শো কফি উইথ করণে আসন্ন এপিসোডে অতিথি হিসাবে হাজির হচ্ছেন সারা আলি খান। সেখানেই শুভমন গিলের সঙ্গে প্রেমচর্চা নিয়ে প্রশ্ন করেন করণ। জবাবে ‘কেদারনাথ’ নায়িকা বলেন, ‘বন্ধুরা, তোমারা ভুল সারার কথা ভাবছো। গোটা দুনিয়া ভুল সারার পিছনে পড়ে আছে’। সারার স্পষ্ট ইঙ্গিত তিনি নন, সারা তেন্ডুলকরেই আটকে শুভমনের মন।
২০২২-এর আগস্ট মাস থেকেই সারা আলি খানের সঙ্গে শুভমনের প্রেমের চর্চা শুরু। ডিনার ডেটে একসঙ্গে ধরা পড়ে গিয়েছিলেন তারা। গত বছর নভেম্বরে জনপ্রিয় পাঞ্জাবি চ্যাট শো ‘দিল দিয়া গলাঁ’য় নতুন সিজনে অতিথি হিসাবে হাজির হয়েছিলেন শুভমন। সেখানে সঞ্চালক সোনম বাজওয়া শুভমনকে প্রশ্ন করেছিলেন, ‘বলিউডের সবচেয়ে ফিট অভিনেত্রী কে?’ এক সেকেন্ডও সময় নষ্ট না করে শুভমন জবাব দেন সারা (আলি খান)। এরপর সঞ্চালিকার স্ট্রেট কাট প্রশ্ন ছিল, ‘তুমি কি সারাকে ডেট করছো?’ জবাবে শুভমন বলেন- ‘হয়ত হ্যাঁ’। এরপর পঞ্জাবিতে সোনম বলে ওঠেন, ‘সারা দা সারা সচ বলো প্লিজ’ (সব সত্যিটা দয়া করে বলো)। হাসি মুখে শুভমন বলেন- ‘সারা দা সারা সচ বল রেহাঁনৃ(সব সত্যিটাই বলছি) হয়ত হ্যাঁ, হয়তো বা না’।
এদিকে চলতি বছর মে মাসে আচমকাই শোনা যায় সাইফ কন্যার সঙ্গে বন্ধুত্বে ইতি টেনেছেন শুভমন। এমনকি ইনস্টায় পরস্পরকে আনফলোও করেছেন তারা। তারপর থেকেই নাকি সারা তেন্ডুলকরের সঙ্গে শুভমনের পুরোনো বন্ধুত্বে আবার নতুন রঙ লেগেছে।