সুবর্ণবাঙলা প্রতিবেদন
প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার ‘তৃণমূল বিএনপি’র উদ্যোগে আজ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠান ঘিরে রয়েছে নানা মহলের কৌতুহল। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এতে আনুষ্ঠানিকভাবে সারা দেশ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মী, সাবেক সামরিক কর্মকর্তা, সাংবাদিক ও আইনজীবী যোগ দেবেন।
দলটির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার যুগান্তরকে বলেন, এটা তাদের প্রথম যোগদান অনুষ্ঠান। বিভিন্ন পর্যায়ের অন্তত পাঁচ শতাধিক নেতাকর্মী যোগ দেবেন। তবে শুরুতে সেরকম গুরুত্বপূর্ণ কেউ না থাকলেও পরবর্তিতে অনেকে আসবেন। কারা আসছেন সে বিষয়ে তিনি বলেন, সেটা বলা যাবে না। ভাইস-চেয়ারম্যান ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ বলেন, অনেকেই দলে যোগ দেবেন। নাম বলা যাবে না।