স্পোর্টস ডেস্ক
শুভমান গিল
ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন তরুণ ওপেনার শুভমান গিল। রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে তিনটি চার আর ৪টি ছক্কায় অর্ধশতক হাঁকানোর মধ্য দিয়ে মাইলস্টোন টপকে যান শুভমন গিল।
চলতি বছরে ২৭টি ওয়ানডে ম্যাচে ব্যাট করে সাকুল্যে ১৫০০ রান সংগ্রহ করেছেন গিল। তিনি এ বছর ৫টি সেঞ্চুরি ও ৮টি হাফ-সেঞ্চুরি করেছেন। এর আগে শচীন টেন্ডুলকার ও অস্ট্রেলিয়া ম্যাথু হেডেন ১৯৯৮ ও ২০০৭ সালে ২৭টি করে ইনিংসে ১৫০০ ওয়ানডে রান সংগ্রহ করেন।
শুভমান গিল চলতি ক্যালেন্ডার বর্ষে প্রথম ও একমাত্র ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০ রানের মাইলফলক টপকে যান। আজ এই মাইলফক স্পর্শ করতে গিলের দরকার ছিল ১৭ রান।
২০২৩ সালে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে আন্তর্জাতিক ক্রিকেটে গিলের সংগ্রহ ২০৩৪ রান। তিনি এবছর ৪৫টি আন্তর্জাতিক ইনিংসে ব্যাট করে এই রান সংগ্রহ করেন।
গিলের সামনে সুযোগ রয়েছে এক ক্যালেন্ডার বর্ষে সব থেকে বেশি ওয়ানডে রান করার বিশ্বরেকর্ড গড়ার। এখনও পর্যন্ত এই বিশ্বরেকর্ড রয়েছে শচীনের। তিনি ১৯৯৮ সালে ওয়ানডে ক্রিকেটে ১৮৯৪ রান সংগ্রহ করেন।
এক ক্যালেন্ডার বর্ষে তিন ফরম্যাট মিলিয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক রান করার রেকর্ড রয়েছে শ্রীলংকার কুমার সাঙ্গাকারার। তিনি ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সাকুল্যে ২৮৬৮ রান সংগ্রহ করেন।