কক্সবাজার প্রতিনিধি
আরসার স্লিপার সেল ও ওলামা বডির অন্যতম শীর্ষ কমান্ডার মৌলভী হামিদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। রোববার মধ্যরাতে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল গোয়েন্দা সংস্থার সহযোগিতায় কক্সবাজারের উখিয়ার ১৭নং রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করে বলে র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন সোমবার জানিয়েছেন।
র্যাব অধিনায়ক জানান, হামিদ ক্যাম্পে অবস্থানরত যুবক বয়সি ও শিক্ষিত রোহিঙ্গাদের টার্গেট করে আরসায় যোগদানের জন্য কর্মী সংগ্রহ, নির্বাচিত কর্মীদের বিভিন্ন তথ্যাদি যাচাই বাছাই শেষে যোগ্য ব্যক্তিদের আরসায় অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণের জন্য তাদের ক্যাম্পে পাঠাত।
র্যাব জানায়, প্রশিক্ষণরত আরসার সদস্যদের পরিবারের ভরণপোষণের জন্য আরসার অর্থ সমন্বয়ক থেকে টাকা উত্তোলন করে হামিদ হোসেন ৪-৫ হাজার টাকা করে ক্যাম্প-১৬, ব্লক-সি/২ তে থাকা মৌলভী ওয়ারিছ, ক্যাম্প-২০ই তে অবস্থানকারী সাদ্দাম হোসেন ও আরব আলীর মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণে যাওয়া আরসার নতুন সদস্যদের পরিবারের ভরণপোষণের জন্য সরবরাহ করত। র্যাবের কর্মকর্তা জানান, হামিদের ভাষ্যমতে এ পর্যন্ত সে ৬০ জন নতুন সদস্যকে প্রশিক্ষণের জন্য পাঠিয়েছে।
ডা. হামিদ বলে সবার কাছে পরিচিত মৌলভী হামিদ হোসেন ২০১৭ সালে পরিবারসহ মিয়ানমারের বুচিডং-কচুবুনিয়া হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তিনি তখন আশ্রয় পান বালুখালী ক্যাম্প-৮ই, ব্লক-বি-৮০৬ এ। হামিদের বাবা ছিলেন গ্রাম্য চিকিৎসক। বাবার হাত ধরে তিনিও সেই পেশায় নিয়োজিত ছিলেন। তাই স্থানীয় রোহিঙ্গাদের মাঝে তার পরিবারের ব্যাপক প্রভাব ছিল।