নির্বাচিত হলে সন্ত্রাস ও মাদক নির্মূলে কাজ করব: শেরীফা কাদের

রাজনীতি

সুবর্ণবাঙলা প্রতিবেদন

ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শেরীফা কাদের বলেছেন, নির্বাচিত হলে সন্ত্রাস ও মাদক নির্মূলে কাজ করব। ভাঙা সড়কগুলো নতুন করে নির্মাণ করব। দলমত নির্বিশেষে সবার সার্বিক উন্নয়নে কাজ করব।

মঙ্গলবার দক্ষিণখানের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

এর আগে দুপুরে উত্তরখানে মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেন শেরীফা কাদের। বেলা ২টায় শেরীফা কাদের পোলারটেকে গণসংযোগ করেন। স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন। বিকালে দক্ষিণখানের ডুমনী বাজারে সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সভায় জাতীয় পার্টি ও আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *