মায়ের মৃত্যুবার্ষিকীতে দীঘির আবেগঘন পোস্ট

বিনোদন

বিনোদন ডেস্ক


মায়ের সঙ্গে ও এখনকার দীঘি (বাম থেকে)

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি মাকে হারিয়েছেন এক যুগ হলো। ১২ বছর আগে না ফেরার দেশে পাড়ি জমান অভিনেত্রী দোয়েল। যিনি দীঘির মা।

মায়ের কথা মনে করে এখনও কেঁদে ওঠেন দীঘি। শুক্রবার দোয়েলের ১২তম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে ফুটে উঠেছে মা হারানো নায়িকার বুকে জমে থাকা কষ্টের কথা।

মায়ের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে দীঘি লিখেছেন, ‘মা, ১২ বছর কেটে গেল তোমাকে ছাড়া। প্রতি বছর একটু করে বেশি অনুভব করি তোমাকে। চোখ বুজে যখন ভাবি তুমি থাকলে জীবনটা কেমন হতো। তারপর আর এক ফোঁটাও নিশ্বাস নিতে ইচ্ছা করে না।’

দীঘি বলেন, ‘তোমার সাথে যে আমার কত কথা, কত গল্প, কতকিছু বাকি…অনেক কথা জমে গেছে মা। তোমার পরামর্শ, তোমার নির্দেশনা, তোমার কত কী আমার জানতে ইচ্ছা করে। আমি অনেক ভালোবাসি তোমাকে। অনেক মজার স্মৃতি জমে আছে তোমাকে বলতে চাই, অনেক নালিশ জমে আছে তোমার কাছে নালিশ দিতে চাই। খুব ক্লান্ত লাগে আমার তোমাকে ছাড়া মা। তোমাকে জড়িয়ে ধরে রাখতে পারতাম আমি! যেইখানে থাকো ভালো থাকো। তোমার মেয়ে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে।’

পোস্টে মায়ের ১২ তম মৃত্যুবার্ষিকীতে সকলের কাছে দোয়া চেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দীঘি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *