অনলাইন ডেস্ক
ব্রিজের নিচে আটকে যাওয়া বিমান।
যানজটে ভরা ব্যস্ত রাস্তায় সেতুর নিচে আটকে গেল আস্ত বিমান। আটকে পড়া বিমান দেখতে ভিড় জমে গিয়েছিল ভারতের বিহারের মোতিহারি এলাকায়। এতে তীব্র যানজটও তৈরি হয় ওই রাস্তায়।
শুক্রবার (২৯ ডিসেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানা যায়, ওই বিমানটি সড়কপথে মুম্বাই থেকে আসামে নিয়ে যাওয়া হচ্ছিল। একটি লরির লম্বা পাটাতনের উপর বিমানটি রাখা হয়েছিল। মোতিহারির পিপরাকোঠি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় বিমানটি আটকে যায়। ফলে গোটা রাস্তায় যানজট সৃষ্টি হয়।
সেতুর নিচে আটকে বিমানেরও ক্ষতি হয়েছে। বিমানের বিভিন্ন অংশ ভেঙেচুরে গিয়েছে। ট্রাক চালক ও উপস্থিত লোকজনের সহায়তায় বিমানটিকে সরিয়ে রাস্তা যানজটমুক্ত করা হয়। এর আগেও এমন ঘটনা ঘটেছিল দেশটির অন্ধ্রপ্রদেশে।