ধানমন্ডিতে পুলিশ বক্সে হামলা

অন্যান্য আইন আদালত

সুবর্ণবাঙলা প্রতিবেদন

রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছেন অটোরিকশা চালকরা। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলায় জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম বলেন, সংশ্লিষ্ট থানা এলাকায় ট্রাফিক পুলিশ অটোরিকশার কাগজপত্র পরীক্ষা করে গাড়ি আটকে দিলে তাদের সঙ্গে ট্রাফিক পুলিশ এর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তিনজন অটোচালককে আটক করে ধানমন্ডি থানায় দুপুর ২টায় নিয়ে আসে পুলিশ। পরে বিকাল আনুমানিক সাড়ে ৪টায় পুলিশ বক্সে হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *