অনলাইন ডেস্ক
প্রবীণ রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর তার শেষকৃত্য সম্পন্নের জন্য নেওয়া হবে পোস্তগোলা শ্মশানে।
সোমবার (২৪ এপ্রিল) কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ডা. অসীত বরণ রায় এসব তথ্য জানিয়েছেন।
বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন পঙ্কজ ভট্টাচার্য। সবশেষ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৭ এপ্রিল থেকে ঢাকার পান্থপথের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত শনিবার তিনি হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল। রবিবার (২৩ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এদিকে পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।