নির্বাচন বিরোধীদের জঘন্যতম নাশকতা!

আইন আদালত খোলা কলাম জাতীয়

সুবর্ণবাঙলা ডেস্ক

নাশকতা মূলক ট্রেনে আগুন

দেশের ইতিহাসে আজকে আরও একটি ঘৃণিত ও ন্যাক্কার জনক ঘটনা ঘটালো বিএনপি-জামাত গোষ্ঠি। এটি যে একটি পূর্ব পরিকল্পিত ঘটনা এতে বিন্দু পরিমান সন্দেহের অবকাশ নাই।আজ রাত ৯টার দিক থেকেই প্রায় একই সময় বিভিন্ন স্থানে ককটেল ও গাড়ি ভাঙ্গচুর করা হচ্ছিল। ট্রেনে আগুণের পর পরই বাসেও আগুণ দেয় বিএনপি জামাত গোষ্ঠি। নির্বাচনের আগে ভোটার দের মনে একটা আতঙ্ক সৃষ্টির জন্যেই এই ঘটনা ঘটিয়েছে তারা। ২০১৪ সালেও নির্বাচনের আগে এই ধরনের ঘটনা ঘটিয়ে ছিলো। সে বছর নিহত হয়েছিলো প্রায় ৩০০শত লোক। সবচেয়ে মজার ব্যাপার , ভোটের একদিন আগে এ্যামনেষ্টি ইন্টার ন্যাশল নামক মানবাধিকার সংরক্ষণ কমিটি, বিরোধীদের পক্ষে দশ দফার দাবী ঘোষণা করেছে।

ট্রেনের কিছুক্ষণ পরে বাসে আগুন!

অপর দিকে মার্কিন সরকারের পক্ষথেকে তাদের নাগরিকদের সাবধান করে, সর্তকতা প্রজ্ঞাপন জারি করেছে। অর্থাৎ, তারাও জানে, নির্বাচন বিরোধীরা ভোটারদের ভোট দান থেকে বিরত রাখতে যেকোনো ধরণের চরম ব্যবস্থা গ্রহণ করবে।সুতরাং আজকের এই ঘটনা তর্কাতীত ভাবে বলাযায়, বিএনপি এবং তাদের জোটের পরিকল্পিত ধ্বংশাত্বক কাজ এটি।তীব্রভাবে তাদের এই জঘণ্য কাজের নিন্দা ও ঘৃণা জানাচ্ছি! রাষ্ট্রীয় সম্পদ ধ্বংশ ও মানুষ পুড়িয়ে হত্যার বিচার দাবী করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *