সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। মূলত ইরানপন্থি এই বিদ্রোহী গোষ্ঠীদের সামরিক স্থাপনা নিশানা করেই শুক্রবার ভোরে ও রাতে দুই দফা হামলা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) হামলা হলেও এ বিষয়ে গোপনে ইরানকে অবহিত করা হয় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর রয়টার্সের।
শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, আমরা গোপন একটি বার্তা ইরানে পাঠিয়েছি এবং আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি।
লোহিত সাগরে বিদেশি জাহাজে হুতিদের হামলার সক্ষমতা খর্ব করতে শুক্রবার ভোরে ইয়েমেনে ইরান-সমর্থিত গোষ্ঠীটির বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করার কথা জানায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সময় ভোরে ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দর, তৃতীয় বৃহত্তম শহর তাইজ, লোহিত সাগরের প্রধান বন্দর হোদেইদাহের একটি নৌঘাঁটি ও উপকূলীয় হাজ্জাহ গভর্নরেটের সামরিক স্থাপনায় বিস্ফোরণের কথা নিশ্চিত করেছেন। এসব হামলায় পাঁচ হুতি যোদ্ধা নিহত হয়েছে।
এ ছাড়া শুক্রবার রাতে হুতি বিদ্রোহীদের নিশানা করে দ্বিতীয় দিনের মতো ইয়েমেনে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এক মার্কিন কর্মকর্তা বলেছেন, শুক্রবার রাতে হুতিদের রাডারকেন্দ্রে লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। লোহিত সাগরে বিদেশি জাহাজে আক্রমণ ঠেকাতে মার্কিন হামলার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হুতিদের রাডার অবকাঠামো। আরেকটি মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই হামলা এককভাবে মার্কিন বাহিনী চালিয়েছে। মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ থেকে এই হামলা শুরু করা হয়।
যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের হামলা সত্ত্বেও লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছেন হুতিরা। এমনকি মার্কিন ও ব্রিটিশ হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে গোষ্ঠীটি। এ ছাড়া ইয়েমেনে হামলার প্রতিবাদে দেশটির রাজধানী সানায় কয়েক লাখ মানুষ বিক্ষোভ করেছেন।
হুতি নেতারা প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করলেও শুক্রবার পেনসিলভানিয়ায় বাইডেন সতর্ক করে বলেছেন, হুতিরা যদি তাদের আপত্তিকর ব্যবহার অব্যাহত রাখে তাহলে তাদের জবাব দেওয়া আমরা নিশ্চিত করব।
এ ছাড়া শুক্রবার হুতি গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন বলে আখ্যা দিয়েছেন বাইডেন। যদিও ২০২১ সালে বাইডেন প্রশাসন বিদেশি সন্ত্রাসী সংগঠনের নামের তালিকা থেকে হুতিদের নাম বাদ দিয়েছিল।