স্পোর্টস ডেস্ক
জাতীয় দলের সাবেক প্রধান কোচ ডেভ হোয়াটমোরের সঙ্গে মাশরাফি বিন মুর্তজা। ছবি: বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল কিনতে আগ্রহী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্রাঞ্চাইজি। এমনটি জানিয়েছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক বলেন, ‘আমরা এমন কিছু করতে চাই না যেখানে টুর্নামেন্টের অধিকার আমাদের হাতে থাকবে না এবং অন্য কারও কাছে চলে যাবে।’
আইপিএলের দলগুলোর বাংলাদেশে আসা প্রসঙ্গে ইসমাইল হায়দার মল্লিক জানান, বিপিএলে দল কেনার ব্যাপারে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলো অনেকবার প্রস্তাব দিয়েছে; কিন্তু তারা তাদের নিয়মানুসারে বিপিএল চালাতে চায়, সেজন্য বাইরের ফ্র্যাঞ্চাইজিকে সুযোগ দেওয়া হয়নি।
ইসমাইল হায়দার মল্লিক জানান, বেটিং সংস্থাগুলোকে বাইরে রেখে বিপিএল চালানো কঠিন। ভবিষ্যতে তাদের দেখাও যেতে পারে। স্পনসরের ভূমিকার পাশাপাশি দলের আয় নিয়েও কথা বলেছেন ইসমাইল হায়দার মল্লিক।
সম্প্রতি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষ থেকে নাফিসা কামাল বিপিএলের আয়ের লভ্যাংশ চান। তিনি জানান, লভ্যাংশের ভাগ না পেলে ভবিষ্যতে বিপিএলে অংশ নেবেন না।