সুবর্ণবাঙলা প্রতিবেদন
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলিস্তানের নবাবপুর রোডে চারতলা একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার দিনগত রাত ১২টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ঢাকা নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি জানান, চারতলা ভবনের দ্বিতীয় তলায় আল-আরাফা ইসলামী ব্যাংকের শাখায় এই অগ্নিকাণ্ড ঘটে। পরে সিদ্দিক বাজার ফায়ার সার্ভিস স্টেশনের পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় রাত ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, রাত ১২টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ১২টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় রাত ২টা ১০ মিনিটে আগুন নেভানো সম্ভব হয়।
এই ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।