সুবর্ণবাঙলা ওয়েবডেস্ক:
মাত্র ৪১ বছর বয়সে ৬০০ শিশুর জন্মদাতা! অভিযোগ প্রকাশ্যে আসতেই তরুণের শুক্রাণু দানে নিষেধাজ্ঞা জারি করল আদালত।
ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডসে। অভিযুক্তের নাম জনাথন। সম্প্রতি তাঁর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন একটি সংস্থা ও এক শিশুর মা। অভিযোগের ভিত্তিতেই শুক্রবার ওই তরুণের শুক্রাণু দানে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। নির্দেশ অমান্য করলে ৯০ লক্ষেরও বেশি টাকা জরিমানা দিতে হবে বলেও জানানো হয়েছে।
সূত্রের খবর, ২০০৭ সাল থেকে শুক্রাণু দান করা শুরু করেন জনাথন। ১৩টি ক্লিনিকে শুক্রাণু দান করেন। যার মধ্যে নেদারল্যান্ডসেই ১১টি ক্লিনিকে দান করেছেন। ২০১৭ সালে বিভিন্ন ক্লিনিকে শুক্রাণু দান করার বিষয়ে তাঁর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। কিন্তু তারপরেও অনলাইনে কাজ চালান। এখনও পর্যন্ত ৬০০ শিশুর জন্মদাতা তিনি। এদিকে নেদারল্যান্ডসে লাগামছাড়া শুক্রাণু দান করা নিষিদ্ধ। নিয়ম অনুযায়ী, সর্বোচ্চ ১২ মহিলাকে শুক্রাণু দান করা যায়।