সুবর্ণবাঙলা প্রতিবেদন
ইসি
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে ৫০ নারী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের নাম-ঠিকানাসহ তাদের তালিকা মঙ্গলবার গেজেট আকারে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব মনিরুজ্জামান তালুকদার বলেন, রোববার ছিল এ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিকাল ৪টায় নির্ধারিত সময় পর্যন্ত ৫০ প্রার্থীর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
তিনি বলেন, সংরক্ষিত নারী আসনে ৫০ জনের মনোনয়নপত্র আগেই বৈধ ঘোষণা করা হয়েছিল। একক প্রার্থী হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পরবর্তী কাযদিবসে (২৭ ফেব্রুয়ারি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নামের তালিকা প্রকাশ করা হবে। নির্বাচিতদের নাম-ঠিকানা প্রকাশের পর তা কমিশন গেজেট প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠাবে। ওইদিনই গেজেট প্রকাশ হতে পারে।
সংরক্ষিত আসনের সদস্যদের শপথ আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গেজেটের কপি পাঠানো হবে সংসদ সচিবালয়ে।
দ্বাদশ সংসদে নৌকা প্রতীকে জয় পাওয়া ২২৫ এমপির আনুপাতিক হারে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবার ৩৮টি সংরক্ষিত আসন পেয়েছে। ৬২ স্বতন্ত্র এমপির সঙ্গে মতৈক্য হওয়ায় তাদের ভাগের ১০ আসনেও আওয়ামী লীগই প্রার্থী দিয়েছে। সে হিসাবে আওয়ামী লীগ এবার পেয়েছে ৪৮টি সংরক্ষিত আসন। বাকি দুটি সংরক্ষিত আসন পায় প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।