প্রকৌশলীদের ফাঁসি দেওয়া উচিত: এমপি

জাতীয় রাজনীতি

সুবর্ণবাঙলা প্রতিনিধি

পটিয়া আসনের এমপি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, সড়ক বিভাগের প্রকৌশলীদের ফাঁসি দেওয়া উচিত। তারা পটিয়া বাইপাস সড়কের করল এলাকায় ঝুঁকিপূর্ণ বাঁক ও ব্যস্ততম মহাসড়কের শান্তিরহাট এলাকায় ওভারপাস নির্মাণের স্থলে ফুটওভারব্রিজ নির্মাণ করেছেন।

মঙ্গলবার দুপুরে পটিয়া আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, বাইপাস সড়কের করল অংশে একটি ভবন রক্ষা করতে ঝুঁকিপূর্ণ ওই বাঁক তৈরি করা হয়েছে। আর শান্তিরহাট এলাকায় যানজট ছিল না- তখন থেকেই যানজট। সেখানে যানজট নিরসনে দরকার ছিল ওভারপাস; কিন্তু করা হয়েছে ফুটওভারব্রিজ। এ দুটি সিদ্ধান্ত সব প্রকৌশলী দিয়েছেন- তাদের ফাঁসি হওয়া উচিত।

এ দুটি বিষয়ে ইতোমধ্যে সড়ক বিভাগের সচিবের সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি।

ইউএনও আলাউদ্দিন ভূঁইয়া জনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরী আরও বলেন, দুটি পরিকল্পনাতেই ভুল রয়েছে। এ কাজের সঙ্গে জড়িত সড়ক বিভাগের প্রকৌশলীরা সরকারি অর্থের অপচয় করেছেন। শান্তিরহাট এলাকায় ফুটওভারব্রিজ করার কারণে সাধারণ মানুষকে ৫০ ফুট ওপর দিয়ে পারাপার হতে হয়।

পটিয়ায় গরু চুরি ও টপ সয়েল পাচারচক্রের তৎপরতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি টপ সয়েল কাটা ও গরু চুরি বন্ধে প্রশাসনকে কঠোর নির্দেশ দেন। তিনি বলেন, সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আমরা জনপ্রতিনিধিরা সাধারণ বাসিন্দাদের কাছে দায়বদ্ধ। এক্ষেত্রে সকল ইউপি চেয়ারম্যানদেরও এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, পটিয়া থানার ওসিসহ (তদন্ত) বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি জাতীয় স্থানীয় সরকার দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *