স্পোর্টস ডেস্ক
সাইফউদ্দিন ছবি: সংগৃহীত
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই আগামী ২৫ জুলাই ৬ দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। যেখানে বাংলাদেশের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে চার ক্রিকেটারকে। সাকিব আল হাসানের সঙ্গে এবার প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দেখা যাবে মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনকে।
গ্লোবাল টি-টোয়েন্টি লিগের গত আসরে ছিলেন লিটন দাস ও সাকিব আল হাসান। এবার অবশ্য লিটন সুযোগ পাননি। গত আসলে সারে জুগার্সের হয়ে খেলেছেন লিটন। সাকিব আল হাসান দল পেলেও এবার তিনি খেলবেন ভিন্ন দলের হয়ে। গত আসরে সাকিব খেলেছেন মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে। তবে আসন্ন মৌসুমে সাকিবকে দেখা যাবে মিসিসাগা মিসিসিগা প্যান্থার্সে। সরাসরি চুক্তিতে সাকিবকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সাকিব চলে আসায় তার জায়গায় ড্রাফট থেকে সাইফউদ্দিনকে দলে ভিড়িয়েছে মন্ট্রিয়াল টাইগার্স।
সাইফউদ্দিন অবশ্য সবশেষ বিপিএলে দারুণ পারফর্ম করেছেন। এরপর জাতীয় দলেও ফিরেন। সেখানে পারফর্মও করেন। তবে শেষ পর্যন্ত তাকে বিশ্বকাপের দলে রাখেনি নির্বাচকরা। যা নিয়ে কিছুটা হতাশই ছিলেন তিনি। তবে প্রথমবার ফ্র্যাঞ্চাজি লিগে ডাক পাওয়া নিশ্চিতভাবেই তার হতাশা কাটাতে সাহায্য করবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আলহামদুলিল্লাহ’ লিখে যা তিনি প্রকাশও করেছেন।
ক্রিকেটে অবশ্য সময়টা ভালো কাটছে রিশাদ হোসেনের। লেগস্পিনে বিশ্বকাপের মঞ্চে মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি। যার পুরস্কারটা এবার পেয়েছেন রিশাদ। প্রথমবারের মতো তাকেও গ্লোবল টি-টোয়েন্টি লিগে দলে টেনেছে টরন্টো ন্যাশনালস। যেখানে রিশাদ সতীর্থ হিসেবে পাবেন পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি, র্যাসি ভ্যান ডার ডুসেন, মোহাম্মদ নাওয়াজ, কলিন মুনরোর মতো তারকা ক্রিকেটারদের।
এদিকে চোটের কারণে বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচে খেলতে না পারলেও গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দল পেয়েছেন শরিফুল ইসলাম। তাকে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স মিসিসাগা।