স্পোর্টস ডেস্ক
সারা দুনিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে টি ১০ ক্রিকেট টুর্নামেন্ট। তারই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে লংকা টি ১০ লিগ। এ বছরের শেষদিকে শুরু হবে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণের এই প্রতিযোগিতা।
১২-২২ ডিসেম্বর ১০ ওভারের লড়াই চলবে। গেল বছর এই টুর্নামেন্ট আয়োজন করার কথা থাকলেও সেটি পিছিয়ে এ বছরে আনা হয়েছে। প্রথম আসরে শ্রীলংকার শীর্ষ স্তরের ক্রিকেটারদের সঙ্গে মাঠ মাতাবেন বিভিন্ন দেশের তারকারাও।
শ্রীলংকা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা বলেছেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, এই টুর্নামেন্ট আমাদের জন্য দুর্দান্ত সাফল্য নিয়ে আসবে, যা শ্রীলংকার ক্রিকেটকে এগিয়ে নেবে। এটি শুধু বিনোদনের খোরাকই জোগাবে না। ক্রিকেটকে জনপ্রিয় করার একটি মাধ্যম হিসাবেও কাজ করবে।’
প্রতিটি দলে ১৬ জন করে খেলোয়াড় থাকবেন। একটি দল বিদেশি খেলোয়াড় নিতে পারবে সর্বোচ্চ ছয়জন। আসরের ম্যাচগুলো শ্রীলংকার কয়েকটি আন্তর্জাতিক ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সব ম্যাচ হবে রাতে।