অনলাইন রিপোর্টার
গায়ক শাদেন গার্ডুদ
সুদানের ওমদুরমান শহরে সেনাবাহিনী এবং আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর ক্রসফায়ারে প্রখ্যাত সুদানি গায়ক শাদেন গার্ডুদ নিহত হয়েছেন।
জানা যায়, গার্ডুদের বাড়িতে একটি মর্টার আঘাত করার পর তাকে হত্যা করা হয়। গতকাল রবিবার সৌদি আরবে যুদ্ধবিরতি আলোচনার আগেই এ ঘটনা ঘটে। বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য একটি চুক্তি থাকা সত্ত্বেও গত শুক্রবার ও শনিবার ওমদুরমান এবং খার্তুম শহরে ভয়ঙ্কর যুদ্ধে জড়িয়ে পড়লে গায়ক শাদেন গার্ডুদ নিহত হন।
গত ১৫ এপ্রিল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওমদুরমান প্রচণ্ড লড়াই দেখেছে কারণ, দুই পক্ষ বেশ কয়েকটি যুদ্ধবিরতির মধ্যদিয়ে যুদ্ধ করেছে এবং আপস করতে ইচ্ছুক হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি।
গার্ডুদ শহরের এল-হাশমাব এলাকায় বসবাস করতেন, যেটি দেশটির জাতীয় টিভি এবং রেডিও ভবনের কাছে অবস্থিত।
সুদানের ওমদুরমান একটি উল্লেখযোগ্য তাৎপর্যপূর্ণ শহর। এমনকি ‘ওমদুরমান গান’ নামক সঙ্গীতের একটি ধারাকেও এর নাম দেওয়া হয়েছে, যা সুদানি ছন্দ এবং সুরের সঙ্গে মিশরীয় এবং ইউরোপীয় অর্কেস্ট্রাল প্রভাবকে একত্রিত করে। যা প্রথমবার রেডিও ওমদুরমানে সম্প্রচার করা হয়েছিল।
বিবিসি জানিয়েছে যে, গার্ডুদ তার অঞ্চলে শান্তি ও নিরাপত্তার প্রচার করেছে এবং তার প্রান্তিক সম্প্রদায়, দক্ষিণ কোর্দোফানের বাগ্গারা সংস্কৃতির প্রচার করেছে। মৃত্যুর আগে গার্ডুদ ১৫ বছর বয়সী ছেলে হামুদি এবং তার মা ও বোনকে রেখে গেছেন।
তার ভাগ্নী সামাজিক মাধ্যম ফেসবুকে তার মৃত্যু নিশ্চিত কলে লেখেন, ‘গার্ডুদ আমার কাছে একজন মা এবং প্রিয়জনের মতো ছিলেন। ঈশ্বর তাকে করুণা করুন।’
এদিকে, সুদানে যুদ্ধে এখন পর্যন্ত ৬০০ জনেরও বেশি বেসামরিক লোক মারা গেছে। তবে এর পরিসংখ্যান অনেক বেশি হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: বিবিসি ও আলজাজিরা।