সেনা কর্মকর্তা পরিচয়ে হুমকির অভিযোগ, সহায়তা চাইলেন রনি

আইন আদালত জাতীয় রাজনীতি

সুবর্ণ বাঙলাডেস্ক

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি

বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে কল করে এক ব্যক্তি সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা সদরের দৃষ্টি আকর্ষণ করে একটি পোস্ট দিয়ে এই অভিযোগ করেছেন রনি।

রনির ফেসবুকে দেওয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলো

‘সেনা সদরের দৃষ্টি আকর্ষণ করছি –

সেনা বাহিনীর কর্মকর্তা পরিচয়ে +৮৮০১৮৫৮৮৪৬০৫১ নম্বর থেকে ফোন করে জনৈক ব্যক্তি গত কয়েক দিন আগে আমার ব্যক্তিগত সচিবকে নানা হুমকি ধামকি দিতে থাকে।

আজ (শনিবার) বেলা ১১.৩৬ মিনিটে উল্লেখিত নম্বর থেকে এক ব্যক্তি আমার মোবাইলে ফোন করে জানান যে তিনি সেনা সদর দপ্তরের কর্মকর্তা। তারপর নির্দেশ দেন- তার এক আত্মীয়ের সঙ্গে একটি বিষয় দফারফা করার জন্য। নইলে…

আমি ব্যবসা করি সেই ১৯৯১ সাল থেকে। কোনো দিন সেনাবাহিনী, কোনো গোয়েন্দা সংস্থা, পুলিশ কিংবা সরকারি কোনো দপ্তর থেকে ইতোপূর্বে ফোন, তদবির বা হুমকি পাইনি।

আজ নতুন বাংলাদেশে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের সরকার এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারের ক্ষমতার মিলিত স্রোতে আমি একি বিপদে পড়লাম! আমার এখন কি করা উচিত?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *