জেলেনস্কি আকস্মিক সৌদি সফরে

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফাইল ছবি

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সৌদি আরব সফরে গেছেন। শুক্রবার এক আকস্মিক সফরে তিনি সৌদি আরব যান।

সফর সম্পর্কে টুইটারে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লেখেন, আরব বিশ্বের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরবার করতে আমি সৌদি আরব এসেছি। এটাই আমার প্রথম মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরব সফর।

সফরে কোনো কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে সে বিষয়টি ইউক্রেন প্রেসিডেন্ট টুইটার বার্তায় উল্লেখ করেছেন। বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো, রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া ও অন্য অঞ্চলগুলোতে রাজনৈতিক বন্দী, যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা এবং জ্বালানিসংক্রান্ত পারস্পরিক সহযোগিতা।

তিনি মনে করেন, সৌদি আরব এসব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রটি একটি নতুন স্তরে নিয়ে যেতে প্রস্তুত ইউক্রেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *