বৈরুতে বাসিন্দাদের সরে যেতে ইসরাইলি বাহিনীর নতুন নির্দেশনা

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলি সামরিক বাহিনী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ দাহিয়েহের বাসিন্দাদের জন্য নতুন আদেশ জারি করেছে। এতে বলা হয়েছে, দ্রুত ওইসব জায়গা ছেড়ে চলে যেতে।

ইসরাইলের প্রচারিত লাল রঙে হাইলাইট করা ছবিতে দেখা যায়, হারেত হরিক এবং আশেপাশের হাদাথ আশেপাশের বাসিন্দাদের অন্তত দুটি ভবনের আশেপাশের এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে।

সামরিক বাহিনী বলেছে, হামলার লক্ষ্যবস্তু বিল্ডিংগুলো থেকে লোকজনকে কমপক্ষে ৫০০ মিটার দূরে সরে থাকতে হবে। এলাকাটিকে তারা হিজবুল্লাহর সুবিধা এবং স্বার্থ বলে বর্ণনা করেছে।

রোববার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

দাহিয়েহ অঞ্চলটি হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে বিবেচিত। ওই এলাকায় গত ২৭ সেপ্টেম্বর হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং ইরানি কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার জেনারেল আব্বাস নিলফোরোওশানকে এখানে হত্যা করে ইসরাইল। নাসরুল্লাহ নিহত হওয়ার তিন দিন পর ৩০ সেপ্টেম্বর দেশটির দক্ষিণ সীমান্ত দিয়ে ঢুকে ইসরাইলি সেনারা স্থল হামলা শুরু করেন।

তেল আবিব বলে আসছে, হিজবুল্লাহর হামলার ভয়ে উত্তর ইসরাইলের অন্তত ৬০ হাজার বাসিন্দাদের সরিয়ে নিতে হয়েছে। এসব বাস্ত্যচুত পরিবারকে ঘরে ফেরাতে যে কোনো মূল্যে হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাবে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, তাদের লক্ষ্য হল সীমান্ত এলাকাগুলো হিজবুল্লাহর দখল সরানো। এসব জায়গা থেকে হিজবুল্লাহ যোদ্ধারা গোপনে সামরিক কার্যক্রম চালাচ্ছে। লেবাননের গভীরে যাওয়ার তাদের কোন পরিকল্পনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *