‘নিরাপত্তা ঝুঁকিতে ট্রাম্পের জীবন’, চাঞ্চল্যকর বার্তা দিলেন পুতিন্।

আন্তর্জাতিক

সুবর্ণবাঙলা ডিজিটাল ডেস্ক


যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ট্রাম্পকে অভিজ্ঞ এবং বুদ্ধিমান রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেছেন। তবে ট্রাম্পের নিরাপত্তা নিয়ে একপ্রকার চাঞ্চল্যকর বার্তা দিয়েছেন পুতিন। খবর রয়টার্স ও সিএনএনের।

গত জুলাইতে পেনসিলভানিয়াতে হত্যাচেষ্টার শিকার হন ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া নির্বাচনের ঠিক একমাস আগে সেপ্টেম্বরে আবার ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়ে এক বন্দুকধারী।

এনিয়ে গতকাল বৃহস্পতিবার কাজাখস্থানে এক বৈঠকের পর পুতিন সাংবাদিকদের বলেছেন, মার্কিন নির্বাচনের প্রচারণায় যেসব ঘটনা ঘটেছে তাতে আমি স্তব্ধ।

ট্রাম্পের বিরুদ্ধে যে হত্যাচেষ্টা চালানো হয়েছে সেইসবও উল্লেখ করেন পুতিন।

রুশ প্রেসিডেন্ট বলেন, আমার মতে ট্রাম্প এখন নিরাপদে নেই। পুতিন বলেছেন, দুর্ভাগ্যবশত, যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিভিন্ন ঘটনা ঘটেছে। আমি মনে করি তিনি (ট্রাম্প) বুদ্ধিমান এবং আমি আশা করি তিনি সতর্ক থাকবেন এবং এটি বুঝতে পারবেন।

এছাড়া মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারণায় যেভাবে ট্রাম্পের পরিবারের সমালোচনা হয়েছে- তা নিয়েও হতবাক বলে উল্লেখ করেছেন পুতিন।

এদিকে গতকাল বিবিসির অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভার জন্য বেছে নেওয়া একাধিক সদস্য ও মনোনীত কর্মকর্তাকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, গত মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে ট্রাম্পের মন্ত্রিসভার মনোনীতদের বেশ কয়েকজনকে হুমকি দেওয়া হয়। এসব কর্মকর্তাদের বোমা হামলা চালিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া ছাড়াও ‘সোয়াটিং’ অর্থাৎ, ভুয়া ফোনকল করে বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করারও হুমকি দেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের হবু প্রশাসনের প্রতিরক্ষা, আবাসন, কৃষি ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী পদের জন্য মনোনীত ব্যক্তিসহ অন্তত ৯ জনকে হুমকি দেওয়া হয়েছে। এ তালিকায় জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া ব্যক্তিও আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *