ওসিকে বিএনপি নেতার আলটিমেটাম

জাতীয় মফস্বল রাজনীতি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ওসিকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন উপজেলা বিএনপির সদস্য শওকত উল্লাহ চৌধুরী। তিনি দাবী করেছেন, যদি এই সময়ের মধ্যে বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলোর সুষ্ঠু সমাধান না করা হয়, তাহলে উত্তর ফটিকছড়ি থেকে নাজিরহাট পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করা হবে।

শওকত উল্লাহ চৌধুরী শুক্রবার রাতে দাঁতমারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শফিউল আজম চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে এই হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বলেন, আপনি যদি ৭২ ঘণ্টার মধ্যে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার না করেন ও শিশু হত্যা মামলার প্রতিকার না দেন, তাহলে আপনার রাস্তায় আপনি যাবেন।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য ইদ্রিস মিয়া ইলিয়াস, অ্যাডভোকেট আবছার উদ্দিন হেলাল, অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ, উত্তর জেলা বিএনপি নেতা আব্দুল হালিম, সুয়াবিল ইউনিয়ন বিএনপির আহবায়ক ইয়াকুব শহীদসহ অনেক নেতাকর্মী।

ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাছির উদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন যুবদল নেতা নুরুল আমীন, শাহদাত হোসেন, ডা. মানিক, হাবিবুর রহমান সিকদার, ফারুক বিন মুছা, মিজানুর রহমান সোহেল,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেলেও, আওয়ামী লীগের দোসর ও সন্ত্রাসীরা মিলে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছে। তাদের এই অপতৎপরতা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বক্তারা আরও বলেন, দাঁতমারা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শফিউল আজম চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে, কিন্তু তারা এতে বিচলিত নন। বরং তারা ঐক্যবদ্ধভাবে এই সকল অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত।

প্রতিবাদ সমাবেশে দাঁতমারা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *