তৃতীয় ওয়ানডে: বাংলাদেশের রান ৫০ ওভারে ৩২১, মাহমুদউল্লাহ অপরাজিত ৮৪

খেলাধুলা

বাংলাদেশ ৫০ ওভারে ৫ উইকেটে ৩২১

সুবর্ণবাঙলা স্পোর্স ডেস্ক


সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেটে ৩২১ রান করেছে বাংলাদেশ।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে এর আগে কোনো দলই ৩০০ রানের বেশি তাড়া করতে জিততে পারেনি। সর্বোচ্চ ২৯৪ রান তাড়া করেছে ওয়েস্ট ইন্ডিজ, এই সিরিজেরই প্রথম ম্যাচে।

বাংলাদেশ দল সিরিজে প্রথমবারের মতো তিন শ পার করতে পেরেছে দুটি বড় জুটি এবং চারটি ফিফটির সৌজন্যে। শুরুতে ৯ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ গড়েন ১৩৬ রানের জুটি। দুবার ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া সৌম্য করেন ৭৩ বলে ৭৩, রানআউট হয়ে ফেরা মিরাজ করেন ৭৩ বলে ৭৭।

এরপর স্কোরবোর্ড ৫ উইকেটে ১৭১ রানে পরিণত হওয়ার পর দ্বিতীয় বড় জুটিটি গড়েন মাহমুদউল্লাহ ও জাকের আলী। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে এ দুজন যোগ করেছেন ১৫০ রান। মাহমুদউল্লাহ অপরাজিত থেকেছেন ৬৩ বলে ৮৪ রান করে।

সিরিজের তিন ম্যাচেই ফিফটি করা মাহমুদউল্লাহ আজকের ইনিংসে ৭ চারের সঙ্গে মেরেছেন ৪ ছক্কা। আর ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি ছোঁয়া জাকের আলী অপরাজিত থেকেছেন ৫ চার ২ ছক্কায় ৫৭ বলে ৬২ রান করে।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৫০ ওভারে ৩২১/৫ (মাহমুদউল্লাহ ৮৪, মিরাজ ৭৭, সৌম্য ৭৩, জাকের ৬২*; আলজারি ২/৪৩)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *