চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট্ ক্লাব, ঢাকা’র এজিএম অনুষ্ঠিত

শহর শিক্ষা-গবেষণা ও ক্যাম্পাস

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী (সভাপতি)                                               জি এম ফারুক স্বপন সাধারণ (সম্পাদক)

আজ ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার, ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মলিনায়তন, রমনায় ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট্ ক্লাব, ঢাকা’র এজিএম অনুষ্ঠিত হয়েগেল। অত্যান্ত আনন্দঘন ও জাঁকজমক পূর্ণ এজিএমে সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কার্যকরী কমিটি গঠিত হয়। এতে ক্লাবের সভাপতি নির্বাচিত হন, চবি’র প্রিয় মুখ,বিশিষ্ট সংগঠক, রোটারিয়ান (ডিজি ২১-২২) ও কর কমিশনার (জাতীয় রাজস্ব বোর্ড) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। সাধারণ সম্পাদক নির্বাচিত হন জি এম ফারুক স্বপন এবং কোষাধক্ষ্য নির্বাচিত হন নজরুল ইসলাম। অনুষ্ঠানে এক্স স্টুডেন্ট্ ক্লাবের আজীবন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
ডঃ মোহাম্মদ জকরিয়া,
(সাবেক নির্বাচন কমিশন সচিব)।
ডঃ মাহবুবুর রহমান আজাদ ।
ডঃ শাহ মোহাম্মদ সেলিম ।
ওয়াদুদ ভূইয়া, সাবেক এমপি
মো: তাজুল ইসলাম।
আসলাম চৌধুরী।
আমিন হিলালী ।
ডঃ রফিকুল ইসলাম হেলালী।
সালাউদ্দিন রেজা।
মামুনুর রশিদ।
মহিউদ্দিন বাদল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *