মোবাইলে পরিচয়-প্রেম, চট্টগ্রামে এসে ধর্ষণের শিকার কিশোরগঞ্জের তরুণী

অন্যান্য

চট্টগ্রাম ব্যুরো

ছবি: গ্রেপ্তার গাজী মো. হানিফ।

পঞ্চাশোর্ধ্ব হানিফ ৩০ বছরের যুবক পরিচয়ে মোবাইল ফোনে কিশোরগঞ্জের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ের কথা বলে ওই তরুণীকে চট্টগ্রামে আসতে বলেন তিনি। চট্টগ্রামে এসে ধর্ষণের শিকার হন ওই তরুণী। বৃহস্পতিবার রাত দুইটার দিকে ধর্ষণের অভিযোগে হানিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার গাজী মো. হানিফ (৫১) বরগুনা জেলার পাথরঘাটা ছোনবুনিয়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রাম নগরের বন্দর থানার মধ্যম গোসাইলডাঙ্গা এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, দুইমাস আগে হানিফের সঙ্গে কিশোরগঞ্জের ওই তরুণীর পরিচয় হয়। নিজেকে নাছির ও ৩০ বছরের যুবক পরিচয় দিয়ে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেন এবং চট্টগ্রামে আসার অনুরোধ করেন হানিফ। গত ২৪ মে ভোরে চট্টগ্রামে আসেন ওই তরুণী। চট্টগ্রামে আসার গাড়ি ভাড়াও পাঠান তিনি। ওই তরুণী চট্টগ্রামে এসে নাছিরের খোঁজ করেন। তখন হানিফ জানান, ‘নাছির অফিসের কাজে ব্যস্ত। তাই নাছির তাকে পাঠিয়েছেন। নাছির পরদিন বাসায় আসবেন।’ এ কথা বলে তরুণীকে নিজের বাসায় নিয়ে যান হানিফ। পরদিন রাতে ওই তরুণীকে ধর্ষণ করেন হানিফ। ধর্ষণের শিকার তরুণী স্থানীয়দের সহায়তায় থানায় অভিযোগ করেন।

এ প্রসঙ্গে বন্দর থানার ওসি সঞ্জয় সিনহা বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে হানিফকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *