অনলাইন ডেস্ক
মহারাষ্ট্রে বাসে আগুন লেগে অন্তত ২৫ জন নিহত হয়েছে। ছবি: সংগৃহীত
ভারতের মহারাষ্ট্র রাজ্যে সম্রুদ্ধি-মহামার্গ এক্সপ্রেসওয়েতে বাসে আগুন লেগে অন্তত ২৫ জন নিহত এবং অপর আটজন গুরুতর আহত হয়েছেন। খবর: টাইম অব ইন্ডিয়া’র।
যবৎমল থেকে পুনে যাওয়ার পথে বুলধানা নামের স্থানে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বাসটিতে আগুন লেগে যায়।
বাসটিতে ৩৩ জনের মতো যাত্রী ছিল। পুলিশ জানায়, এক্সপ্রেসওয়ের একটি খুঁটিতে ধাক্কা খেয়ে বাস উল্টে তাতে আগুন লেগে যায়।
বাসের বেঁচে যাওয়া চালক জানিয়েছেন, টায়ার ফেটে যাওয়ায় খুঁটিতে গিয়ে ধাক্কা খায় বাস।
বুলধানার পুলিশ সুপর সুনীল কাদাসানে বলেছেন, ‘২৫ জন আগুনে পুড়ে মর্মান্তিকভাবে মারা গেছেন। চালকসহ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’