ডেঙ্গিতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু!

জাতীয় শহর স্বাস্থ্য ও চিকিৎসা

সুবর্ণবাঙলা ডেস্ক

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জন মারা গেছেন। এ সময় নতুন রোগী ভর্তি হয়েছেন ২৭০ জন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গিতে মারা গেছেন ৫০ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭০ জন ডেঙ্গিরোগী। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগী বেড়ে দাঁড়ালো এক হাজার ৪০৫ জনে।

গত ২৪ ঘন্টায় ডেঙ্গি আক্রান্তদের মধ্যে ১৭৮ জন ঢাকার এবং ঢাকার বাইরের ৯২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৪০৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ৯৪৪ জন, আর বাকি ৪৬১ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ৮ হাজার ২৪৮ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৬ হাজার ৭৯৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *